1. আপনি কিওমিও তে বিক্রয়ের জন্য পন্য যুক্ত করার ক্ষেত্রে যেসব পন্য বাংলাদেশে বিক্রয় এবং বিপনন নিষিদ্ধ, সে ধরনের কোনও পন্য বিক্রয়ের জন্য পোস্ট করতে পারবেন না।
  2. পোস্ট করার সময় পোস্টের টাইটেল/পন্যের নাম অবশ্যই ইংরেজিতে লিখবেন। প্রোডাক্ট নামের জায়গায় কোনপ্রকার ইমোজি ব্যবহার করতে পারবেন না।
  3. যেসব প্রোডাক্ট এর ব্যবহারের মেয়াদ রয়েছে, সেগুলো পোস্ট করার সময় অবশ্যই মেয়াদোত্তির্নের তারিখ উল্লেখ করে দেবেন।
  4. আপনি পন্যের সাথে যতগুলো প্রয়োজন ছবি যুক্ত করতে পারবেন, একটা ভিডিও এবং ৩৬০ ডিগ্রি ছবিও যুক্ত করতে পারবেন। ছবি যুক্ত করার সময়ে অবশ্যই খেয়াল রাখবেন যে ছবিটি হাই রেজ্যুলেশনের এবং স্কয়ার শেপ এর। চেষ্টা করবেন ১০০০X১০০০ পিক্সেলের ছবি যুক্ত করতে, তবে কোনভাবেই ৮০০X৮০০ এর কম না হয়। যদি আপনার পোস্টের ছবির কোয়ালিটি খারাপ হয়, সেক্ষেত্রে আপনার প্রডাক্ট টি এপ্রুভ করা হবে না।
  5. ছবি সংযুক্ত করার সময় খেয়াল রাখবেন, যাতে ছবির সাইজ ৫০০ কিলোবাইটের মধ্যে হয়।
  6. পোস্ট এর মাঝে কোথাও আপনার ফোন নাম্বার/মেইল আইডি/ঠিকানা কিংবা কোনও ব্যাক্তিগত তথ্য দেয়া যাবে না।
  7. ডেলিভারি চার্জ আপনার পন্যের ওজন এবং ডেলিভারি লোকেশন এর উপর ভিত্তি করে স্বয়ংক্রিয় ভাবে যুক্ত হবে। তাই পোস্টের মাঝে কোথাও ডেলিভারি চার্জ উল্লেখ করা যাবে না।
  8. যেকোনও পন্যের অর্ডার আসলে সেটা ২৪ ঘন্টার মাঝে গ্রহন করতে হবে। জামাকাপড় এবং হোম ডেকর এর ক্ষেত্রে ক্রেতা যদি পন্যের আসল ছবি দেখতে চায়, তাহলে সেটা হেল্পলাইনের মাধ্যমে অনুরোধের ২৪ ঘন্টার মধ্যেই দেখাতে হবে।
  9. পন্যের বিবরনে কখনওই ভুল তথ্য সংযুক্ত করা যাবে না।
  10. পন্য পোস্ট করার পরে কিওমিও এডমিন যেকোনও পরিবর্তন, পন্য পাব্লিশ না করা কিংবা বাতিল করার ক্ষমতা সংরক্ষন করে।

Product has been added to your cart